হিমেল হাওয়ায় কাঁপছে চাঁপাইনবাবগঞ্জ, থাকবে আরও ৩ দিন
পৌষের কনকনে হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জ। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চরাঞ্চলের বাসিন্দারা।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, হিমেল হাওয়ার দাপট আরও ২-৩ দিন থাকতে পারে। মূলত হিমেল হাওয়ার কারণেই শীতের তীব্রতা বেড়েছে। শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন রাজশাহী আবহাওয়া দপ্তরের উচ্চ আবহাওয়া পর্যবেক্ষক আবদুস সালাম।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে বর্তমানে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এরসঙ্গে বইছে হিমেল হাওয়া। ধারণা করা হচ্ছে আরও ২-৩ দিন এই হিমেল হাওয়া থাকতে পারে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ দুই জেলাতেই এমন হিমেল হাওয়ার দাপট রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বলেন, জেলার ৫ উপজেলাতেই বিতরণের জন্য কম্বল পাঠানো হয়েছে। ইউএনওরা এগুলো বিতরণ করছেন। এতে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমবে।
সোহান মাহমুদ/এফএ/এমএস