মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

ছাত্রলীগ ভালো কাজ করলে নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ০৭ জানুয়ারি ২০২৩
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

ছাত্রলীগ ভালো কাজ করলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জেলা ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যদি ছাত্রলীগ ভালো কাজ করে তাহলে আগামী নির্বাচনে সারা বাংলাদেশে আওয়ামী লীগ বিপুল ভোটে জয় লাভ করবে। শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে।

তিনি বলেন, ছাত্রলীগকে সাহসের সঙ্গে কাজ করতে হবে। সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনেও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তোমাদের সহযোগিতায় আগামী নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগ জয় লাভ করবে।

মন্ত্রী আরও বলেন, আমরা বিরোধীদলকে বলবো, শান্তিপূর্ণ নির্বাচনে আসেন। নির্বাচনে জয়লাভ করলে ক্ষমতায় আসবেন। নির্বাচনে জয় লাভ না করলে আপনাদের অবস্থা যেখানে থাকার কথা, সেখানে থাকবেন।

জেলা ছাত্রলীগ সভাপতি সিফাইত কোরাইশী সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বি.এম খোরশেদ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।