মানিকগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৭ এএম, ০৮ জানুয়ারি ২০২৩

মানিকগঞ্জের সিংগাইরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে কমলা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। কমলা বেগম ওই এলাকার মৃত গোপাল খাঁর স্ত্রী।

নিহতের ছোট ভাই ফজলুল হক ফজলু জানান, সন্ধ্যায় ঘরের ভেতরে এসে আগুন পোহাচ্ছিলেন কমলা। এসময় তার (কমলা) মেয়ে বসিরন বেগম মোবাইল ফোনে টাকা রির্চাজ করতে বাজারে যান। কিছুক্ষণ পর ফিরো দেখেন তার মা বাড়ির ওঠানের এক কোণে দগ্ধ হয়ে পড়ে আছে। পরে মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে কমলা বেগমকে উদ্ধার করেন।

ফজলুল হক আরও জানান, ধারণা করা হচ্ছে, আগুন পোহানোর সময় তার পরনের কাপড়ের আচলে আগুন ধরেছিল। ভয়ে হয়তো তিনি দৌড়ে ঘরের বাইরে বের এসেছিলেন। দৌড়ানোর কারণেই হয়তো সারা শরীরে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। বাড়িটির চারপাশে বেড়া থাকায় বিষয়টি কারো নজরেও আসেনি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্ল্যা জানান, কাপড়ে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বি.এম খোরশেদ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।