ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১১:৫১ এএম, ০৮ জানুয়ারি ২০২৩

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা নীলফামারী। এতে করে বিঘ্ন ঘটেছে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা।

রোববার (৮ জানুয়ারি) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব ঘোষ।

তিনি বলেন, বর্তমান দৃষ্টি সীমা এক হাজার মিটারের কম। ফ্লাইট চলাচলে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা দেড়ি হতে পারে। তবে কোনো ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা নেই।

Nilphamari2.jpg

এদিকে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কনকনে ঠান্ডায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। মাঠে কাজে যেতে পারছেন না কৃষকরা। দুর্ঘটনা এড়াতে বেলা ১১টা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।

জেলার ডিমলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ার পাশাপাশি মৃদু শৈতপ্রবাহও বইছে এ জেলায়।

ডিমলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জাগো নিউজকে বলেন, সাধারণ ১০ ডিগ্রিতে আসলে শৈতপ্রবাহ কোটা ধরা হয়। পাশাপাশি হিমেল হাওয়া থাকায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। এমন অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।