ফরিদপুরে দুই মাদক কারবারির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৮ জানুয়ারি ২০২৩

ফরিদপুরে মাদক মামলায় তুহিন মাতুব্বর (৩৫) ও মোশারফ হোসেন (৩০) নামে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৭ আগস্ট নগরকান্দা উপজেলার মাঝারদিয়া এলাকায় একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালায় পুলিশ। এসময় ওই প্রাইভেটকার থেকে ২ হাজার ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেইসঙ্গে প্রাইভেটকারে থাকা তুহিন মাতুব্বর, কালাম বিশ্বাস, নুরু বিশ্বাস, বাদল অধিকারী ও জামাল মাতুব্বরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বাড়ি সালথা উপজেলায়।

দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন। সেইসঙ্গে গ্রেফতার অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।

রায় ঘোষণাকালে আসামি তুহিন মাতুব্বর আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি মোশারফ হোসেন পলাতক ছিলেন।

রায়ের বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নওয়াব আলী মৃধা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।

এন কে বি নয়ন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।