সিভিটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার
নোয়াখালীর কবিরহাটে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবদুল আউয়াল প্রকাশ সাজুকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ জানুয়ারি) ভোরে তথ্যপ্রযুক্তির সাহায্যে বেগমগঞ্জের ইয়ারপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাজু কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মির্জানগর গ্রামের আবুল কালাম প্রকাশ বাশার আমিনের ছেলে। এলাকায় সে মাদকসেবী ও বখাটে হিসেবে পরিচিত।
মামলা সূত্রে জানা গেছে, ১৯ ডিসেম্বর বেলা ১১টার দিকে ভিকটিম শিশুকে পাশের ঘরের চাচা সম্পর্কের সাজু সিভিটের লোভ দেখিয়ে একা ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুর কান্নাকাটিতে স্বজনরা এলে অভিযুক্ত সাজু পালিয়ে যায়। পরে ভুক্তভোগীকে নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ২১দিন ধরে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: আড়াই বছরের শিশুকে ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেফতার
এদিকে ঘটনার পর থেকে স্থানীয় প্রভাবশালীরা ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে শিশুর পরিবারকে চাপ দিয়ে আসছেন। তারা বিচারের আশ্বাস দিয়ে তালবাহানা করতে থাকে। পরে গণমাধ্যমকর্মীরা জানতে পেরে অভয় দিলে রোববার (৮ জানুয়ারি) রাতে শিশুর বাবা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এরপর মামলা রুজু করে অভিযান চালিয়ে আসামি সাজুকে রাতেই গ্রেফতার করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১০টায় মামলা রুজুর পর পুলিশ মাঠে নামে। আসামি সাজু লক্ষ্মীপুরের আলেকজান্ডার হয়ে ভোরে বেগমগঞ্জের ইয়ারপুরে যায়। পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করে।
ইকবাল হোসেন মজনু/জেএস/জিকেএস