আড়াই বছরের শিশুকে ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২

বগুড়ার শেরপুরে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল আজিজ (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরের দিকে শেরুয়া বটতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল আজিজ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শিশুটির মা-বাবা পেশায় চাতাল শ্রমিক। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে একমাত্র শিশু মেয়েটিকে নিয়ে শেরুয়া দহপাড়া এলাকায় আবু সাঈদের মালিকানাধীন চাতালে কাজ করতে যান তারা। দুপুর পৌনে ২টার দিকে চাতালে তারা ধান শুকানোর কাজ করছিলেন। এ সময় পাশের জমিতে খেলা করছিল শিশুটি।

একপর্যায়ে বৃদ্ধ আব্দুল আজিজ খাবার কিনে দেওয়ার প্রলোভন দিয়ে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যান। পরে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। এরই মধ্যে কৌশলে পালিয়ে যান আব্দুল আজিজ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, অভিযুক্ত আব্দুল আজিজকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে শিশুটিকে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।