ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেলচালকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

গাজীপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ আল জাবের হিমেল (২০) নামের এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক যাত্রী।

রোববার (৮ জানুয়ারি) রাতে গাজীপুর মহানগরের পূবাইল থানার মাজুখান এলাকায় ময়লা পার্টির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল জাবের হিমেল পূবাইল মাজুখান এলাকার আব্দুল জব্বারের ছেলে এবং উত্তরার মাইস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত মো. সাব্বির (২০) একই এলাকার আরমান হোসেনের ছেলে।

আরও পড়ুন: গাজীপুরে বাসচাপায় প্রাণ গেলো পোশাকশ্রমিকের

স্থানীয়দের বরাত দিয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, রোববার রাত ৯টায় পূবাইলের মাজুখান সড়ক এলাকার ময়লা পট্টির সামনে একটি ট্রাককে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে আসা অপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক ও যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সিলমুন স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠান। পরে ঢাকায় নেওয়ার পথে হিমেল মারা যান। আহত সাব্বিরকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়াধীন।

মো. আমিনুল ইসলাম/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।