বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:০০ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩

বগুড়ার নন্দীগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সালামকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ জানুয়ারি) সকালে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি পৌরসভার ঢাকইর গ্রামের সোলাইমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম একই গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে টানা দুই বছর ধর্ষণ করেন। গত রোববার সন্ধ্যার পর তার বাড়িতে ধর্ষণ করা অবস্থায় গ্রামবাসী তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, আব্দুস সালামের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।