নোয়াখালীতে ব্যাংক কর্মকর্তার ১১ বছরের কারাদণ্ড
নোয়াখালীতে আবদুল লতিফ ভূঁইয়া নামে রূপালী ব্যাংকের বরখাস্তকৃত এক কর্মকর্তাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১৭ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আবদুল লতিফ ভূঁইয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার দামতি গ্রামের মৃত আবদুল গফুর ভূঁইয়ার ছেলে। তিনি লক্ষ্মীপুর জেলার পোদ্দার বাজার রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবুল কাশেম রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পলাতক আসামি আবদুল লতিফ ভূঁইয়ার বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৪০৯ ধারায় সাত বছরের কারাদণ্ড ও ১৬ লাখ টাকা জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার বছরের কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা করা হয়েছে। আসামি গ্রেফতারের দিন থেকে যুগপৎভাবে কার্যকর হবে।
মামলার বিবরণে জানা গেছে, আসামি আবদুল লতিফ ভূঁইয়া ১৯৯৫ থেকে ২০১০ সাল পর্যন্ত রূপালী ব্যাংক পোদ্দার বাজার শাখার দ্বিতীয় কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাবস্থায় ব্যাংকের চার কোটি ৭২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেন।
এরমধ্যে ২০০৩ সালে ৩৩ ধাপে ১৫ লাখ ৪৩ হাজার ২৭ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ২০১১ সালের ২৬ ডিসেম্বর লক্ষ্মীপুর থানায় মামলা রুজু করা হয়। পরে দুদকের সাবেক সহকারী পরিচালক মো. নুরুল হুদা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস