বগুড়ায় হাসপাতালের প্রিজন সেলের কারারক্ষীকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের প্রিজন সেলের দায়িত্বে থাকা এক কারারক্ষীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালের ১নম্বর গেটের সামনে এক ফ্লেক্সিলোডের দোকানে এ ঘটনা ঘটে।

ছুরিকাহত ওই কারারক্ষীর নাম আব্দুস সালাম (৪৪)। তিনি বগুড়া কারাগারে কর্মরত। বর্তমানে সালাম শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারারক্ষী সালাম বগুড়া কারাগারে কর্মরত আছেন। শজিমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েদিদের জন্য থাকা প্রিজন সেলের দায়িত্ব আছেন তিনি। সোমবার সন্ধ্যার দিকে সালাম ফ্লেক্সিলোড দেওয়ার জন্য হাসপাতালের ১ নম্বর গেটে এক মুদি দোকানে যান।

এ সময় অজ্ঞাত তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে সেখানে এসে কারারক্ষীকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে একজন ধারালো অস্ত্র দিয়ে সালামের শরীরের পেছনভাগে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এএসআই রকিবুল ইসলাম আরও জানান, বর্তমানে সালাম চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত। তবে এ ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করা যায়নি।

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।