গাছে গাছে আসছে মুকুল, পরিচর্যায় ব্যস্ত চাঁপাইনবাবগঞ্জের আমচাষিরা

সোহান মাহমুদ সোহান মাহমুদ , চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:০২ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩
গাছে গাছে আগাম মুকুল আসতে শুরু করেছে

পৌষেই চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে আমের মুকুল ফুটছে। গোপালভোগ, ক্ষীরশাপাত, লক্ষণভোগসহ বেশকিছু গুটি আমের গাছে মুকুল আসছে। মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষি ও বাগান মালিকরা। পোকার আক্রমণ থেকে রক্ষায় মুকুলে কীটনাশক ও ছত্রাকনাশক ছিটাচ্ছেন তারা।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে জেলার ইসলামপুর, সুন্দরপুর, রানিহাটি, শিবগঞ্জ, কানসাট, শ্যামপুর, খাষেরহাট, মনাকষা,ববুপুর, উমরপুর, মোবারকপুর, দুর্লভপুর, ভাঙ্গাব্রিজ, হাজারবিঘী, নতুনগ্রাম ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে।

সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আমচাষি আনারুল ইসলাম বলেন, কয়েকদিন আগে থেকে লক্ষণভোগসহ কয়েক জাতের গুটি আম গাছে মুকুল আসতে শুরু করেছে। তাই কীটনাশক দিয়ে স্প্রে করছি। যেন মুকুলগুলো নষ্ট না হয়। বাগানে লক্ষণভোগ, গোপালভোগ, ফজলি, আশ্বিনা, বারি-৪, ল্যাংড়াসহ বেশ কয়েক জাতের আম গাছ আছে। গত বছর থেকে এবার আম গাছের অবস্থা ভালো আছে। আশা করছি ভালো ফলন হবে।

আরও পড়ুন: পৌষেই গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

শিবগঞ্জ উপজেলার আমচাষি এনামুল হক বলেন, গাছে মুকুল দেখে তিন দিন ধরে গাছে স্প্রে করছি। তবে সব গাছে মুকুল আসেনি। কিছু গুটি জাতের আম গাছে মুকুল এসেছে। বাগানে সেচও দিতে হবে।

রানিহাটি এলাকার একটি আম বাগানে সেচ দিচ্ছেন চাষি রফিকুল ইসলাম। তিনি বলেন, প্রায় তিন মাস ধরে এ এলাকা বৃষ্টি হয়নি। আর হিমেল বাতাস বইছে। আম গাছের গোঁড়া শুকিয়ে গেছে। তাই সেচ দিতে হচ্ছে। এখানে আমার প্রায় ৭০টি ফজলি আমের গাছ আছে। মুকুল এখনো তেমন আসেনি। তবে আশার করছি আগামী ১৫ দিনের মধ্যে মুকুলে ছেয়ে যাবে।

আরও পড়ুন: আমের মুকুল রক্ষায় যা করবেন

শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম জাগো নিউজকে বলেন, উপজেলার গুটি গাছগুলোতে আগাম মুকুল আসতে শুরু করেছে। এ মুকুল দেখে চাষিরা বাগান পরিচর্যা শুরু করেছেন। আশা করছি জেলার সব বাগানে মুকুল আসবে। করণ গত বছর সব বাগানেই মুকুল কম ছিল।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার জাগো নিউজকে বলেন, জেলার কিছু কিছু গুটি আম গাছে আগাম মুকুল আসতে শুরু করেছে। এ সময়ে সাধারণত কুয়াশা ও পোকার আক্রমণ হয় মুকুলে। তাই একটি কীটনাশক দিয়ে স্প্রের পরামর্শ দিচ্ছি চাষিদের।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।