রাস্তার পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:১১ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩

ফেনী সদর উপজেলায় রাস্তার পাশ থেকে মোহাম্মদ মানিক (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের বটতলা এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, কীভাবে ওই যুবক মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তার মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মানিকের ফিরোজপুরের বাসিন্দা নাসির উদ্দিনের ছেলে। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়ার সোমবার হাট এলাকায় ভাড়াবাসায় থাকতেন। চট্টগ্রামের মিরসরাইয়ে একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করতেন।

ফেনী জেনারেল হাসপাতাল মর্গের ডোম আবদুর রহিম জাগো নিউজকে বলেন, রাত ৮টার দিকে মরদেহটি মর্গে আনা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, একটি মরদেহ মর্গে আনার কথা আমাকে হাসপাতাল থেকে জানানো হয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হচ্ছে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।