ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:২২ পিএম, ১০ জানুয়ারি ২০২৩
চাষাঢ়া এলাকার মেডি প্লাস মেডিকেল সার্ভিসেস প্রা. লিমিটেডে অভিযান চালায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর

নারায়ণগঞ্জের একটি ডায়াগনস্টিক সেন্টারের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় মেডি প্লাস মেডিকেল সার্ভিসেস প্রা. লিমিটেড ডায়াগনস্টিক সেন্টারকে এ জরিমানা করা হয়।

আরও পড়ুন: সনদ ছাড়া পণ্য বিক্রি করায় যাত্রাবাড়ীতে দুই বেকারিকে জরিমানা

নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সহায়তায় ছিলেন পরিবেশ অধিদপ্তর ও জেলা ক্যাবের প্রতিনিধি এবং জেলা পুলিশের সদস্যরা।

আরও পড়ুন: পরিমাপে তেল কম দেওয়ায় নারায়ণগঞ্জে পেট্রলপাম্পকে জরিমানা

অভিযান প্রসঙ্গে মো. সেলিমুজ্জামান বলেন, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে শহরের চাষাঢ়া এলাকার মেডি প্লাস মেডিকেল সার্ভিসেস প্রা. লিমিটেডে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করছিলাম। এ সময় তাদের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া যায়। যা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক বিষয়। পরে এগুলো নষ্ট করা হয়। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মোবাশ্বির শ্রাবণ/এসজ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।