পরিমাপে তেল কম দেওয়ায় নারায়ণগঞ্জে পেট্রলপাম্পকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০০ পিএম, ১০ জানুয়ারি ২০২৩

মাপে তেল কম দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের এস এস ইন্টারন্যাশনাল সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ রয়েছে পেট্রলপাম্পটি প্রতি দশলিটার তেলে ৩১০ থেকে ৪০০ মিলিলিটার কম দিতো।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (৯ জানুয়ারি) ওই পাম্পে অভিযান চালায় সংস্থাটি।

আরও পড়ুন>> বাণিজ্যমেলায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা 

এতে বলা হয়, নারায়ণগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৩১০ মিলিলিটার ও ডিজেলে ৩৮০ ও ৪০০ মিলিমিটার কম দেওয়ায় ওই প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয়।

jagonews24

আরও পড়ুন>> খাবারে কাপড়ের রং, ‘কাচ্চি ভাই’কে ২ লাখ টাকা জরিমানা 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার। এসময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআইয়েরর ফিল্ড অফিসার (সিএম) মাজাহারুল ইসলাম ও পরিদর্শক (মেট) আহমেদ হোসেন দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন>> ভোলায় অকটেন-ডিজেল নিয়ে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার 

এনএইচ/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।