‘পুলিশের ধাওয়ায়’ পুকুরে ঝাঁপ, মাদক মামলার আসামির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১০ জানুয়ারি ২০২৩

মুন্সিগঞ্জ সদরে পরিত্যাক্ত পুকুর থেকে অন্তর নামের একাধিক মাদক মামলার আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ২টার দিকে তেলিরবলের এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অন্তর পঞ্চসার ইউনিয়নের বনিক্যপাড়া এলাকার মো. সোহেল মিয়ার ছেলে৷ তিনি তার বাবার সঙ্গে নানাবাড়ি ডিজ্ঞাভাঙ্গা এলাকায় বসবাস করতেন।

নিহতের বাবা ও খালা জানান, ‘সোমবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হন অন্তর। এরপর রাতে আর বাসায় ফিরেননি। পরে স্থানীয়দের কাছে খবর পান রাতে পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে ঝাঁপ দেয় সে। এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না। দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়ের সহযোগিতায় পুকুর থেকে মৃত অবস্থায় অন্তরকে উদ্ধার করা হয়। তবে তাদের কোনো অভিযোগ নেই।’

স্থানীয়রা জানান, তেলিরবিলের ওই স্থানটিতে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসতো। রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে জুয়ার আসরে অংশ নেন অন্তর। পুলিশ আসার খবর পেয়ে সবাই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় ডোবায় ঝাঁপ দিয়েছিলেন অন্তর। সকালে সেখানেই ডুবন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

তবে পুলিশ জানিয়েছে, এলাকাটিতে রাতে কোনো অভিযান চালায়নি তারা। প্রকৃত ঘটনা উদঘাটনে চেষ্টা চলছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী রাতে কোনো অভিযান পরিচালনা করেনি। কী কারণে তার মরদরহ এখানে পাওয়া গেল, এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।’

আরাফাত রায়হান সাকিব/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।