তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতে কাবু পঞ্চগড়বাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১০:৪৬ এএম, ১১ জানুয়ারি ২০২৩

উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। ঘনকুয়াশা আর হিমশীতল বাতাসের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশার দাপটে উত্তাপ ছড়াতে পারেনি। টানা শৈত্যপ্রবাহে বিপাকে ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। তবে দুদিন ধরে বয়ে চলা মাঝারি শৈত্যপ্রবাহ এখন মৃদুতে পরিণত হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি

পৌর শহরের দর্জিপাড়া মহল্লার ইজিবাইকচালক আদিল রহমান বলেন, কয়েক দিন ধরেই ঘন কুয়াশা। সারাদিন বাতাসের কারণে খুব ঠান্ডা। কেউ রিকশায় উঠতে চায় না। আমরা দিনে ৫০০/৬০০ টাকা আয় করতাম। এখন ২০০/৩০০ টাকাও আয় হয় না।

তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতে কাবু পঞ্চগড়বাসী

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জাগো নিউজকে বলেন, বুধবার সকালে এ জেলায় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সফিকুল আলম/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।