বালু তুলতে গিয়ে মাটিচাপায় যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১১ জানুয়ারি ২০২৩

বান্দরবানে খাল থেকে বালু তুলতে গিয়ে জামাল হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার ৪ নম্বর সুয়ালক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ভাগ্যকুল এলাকার ধুল্ল্যা খালে এ ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন (৩২) ভাগ্যকুল এলাকার মনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল, আরিফসহ কয়েকজন যুবকের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ধুল্ল্যা খাল থেকে বালু উত্তোলন করে আসছিলেন জামাল। প্রতিদিনের মতো তাদের নেতৃত্বে আজও কয়েকজন শ্রমিক বালু উত্তোলনের এক পর্যায়ে মাটিচাপা পড়েন জামাল হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন- পুলিশের ওপর হামলা চালিয়ে গরুসহ চোরাকারবারি ছিনতাই

বালু উত্তোলন পয়েন্টের ইজারাদার দাবি করে আরিফ জানান, কয়েকজন মিলে সেখানে ইজারা নিয়েছি। নিহত জামাল হোসেন আমার মামাতো ভাই। নিহতের পরিবারের সঙ্গে সমঝোতা করেছি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য থানায় যাচ্ছি। সবকিছু ঠিক হলে মরদেহ দাফন করা হবে।

এ বিষয়ে ভাগ্যকুল ইউপি সদস্য দুদু মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে শুনেছি। বালু উত্তোলন করতে গিয়ে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- সীমান্ত থেকে দুই গরু ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা জানান, ভাগ্যকুল এলাকায় বালু উত্তোলন করতে গিয়ে মাটিচাপায় একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, মাটিচাপা পড়ে নিহতের খবর শুনেছি। নিহত পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়ন চক্রবর্তী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।