শরিয়তপুরে ব্যারিস্টার সুমনের খেলা দেখতে ফুটবলপ্রেমীদের ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩

দেশের বিভিন্ন জেলায় নিজের দল নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এরই ধারাবাহিকতায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম পালং-জাজিরা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ফুটবল ম্যাচ।

jagonews24

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শরীয়তপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এই প্রীতি ফুটবল ম্যাচের সার্বিক তত্বাবধানে রয়েছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এবং আয়োজনে অ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশন।

আরও পড়ুন: দুই গোলে প্রীতি ম্যাচ হারলো ব্যারিস্টার সুমনের একাডেমি

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার সুমন।

jagonews24

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গে আমাদের ফুটবল টিমের খেলা হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, মাঠে একটি আনন্দঘন পরিবেশ থাকবে বলে প্রত্যাশা করছি। তারপরও নিরাপত্তায় মাঠে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

মো. ছগির হোসেন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।