ফরিদপুরে এইচএসসি ১৯৯২ ব্যাচের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩

নটরডেম কলেজের এইচএসসি-১৯৯২ ব্যাচের বন্ধুদের সংগঠন হোড (হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন ফর ওল্ড অ্যান্ড ডিস্ট্রেসড) এর আয়োজনে ফরিদপুরে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার(১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে ফরিদপুর সদর উপজেলার মারকাজ মসজিদ ও মাদরাসা প্রাঙ্গন, শহরের রাজবাড়ির রাস্তার মোড় বেদে পল্লীতে, কানাইপুরের করিমপুর এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।

jagonews24

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৫০০ শীতার্তকে কম্বল দিলো র‌্যাব

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) লিটন ঢালী, সহকারী কমিশনার ভূমি জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, হোড এর সাধারণ সম্পাদক হাসান আহমেদ খান সজল, আব্দুর রব রুবেল প্রমুখ।

jagonews24

সংগঠনের পক্ষ থেকে ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলার বিভিন্ন এলাকায় আজও দিনব্যপী শীতবস্ত্র কম্বল বিতরণ করা হবে।

এন কে বি নয়ন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।