চাঁপাইনবাবগঞ্জে ৫০০ শীতার্তকে কম্বল দিলো র্যাব
চাঁপাইনবাবগঞ্জে ৫০০ অসহায়, হত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে র্যাব।
শনিবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দারিয়াপুর ঈদগাহ মাঠে শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: কিশোরগঞ্জে কম্বল পেলো ১০ হাজার হতদরিদ্র মানুষ
এসময় উপস্থিত ছিলেন রাজশাহীর ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, কমান্ডার আরাফাত ইসলাম, কোম্পানি অধিনায়ক লেফট্যানেন্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
সোহান মাহমুদ/জেএস/এমএস