শ্বশুরবাড়িতে গিয়ে নিখোঁজ জামাই, নদীতে মিললো মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের পাশের করতোয়া নদী থেকে হাত-পা বাঁধা শরিফুল ইসলাম (৩১) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

শরিফুল ইসলাম উপজেলার আগনুকালী গ্রামের মৃত আবু সামার ছেলে।

আরও পড়ুন: বেকারদের স্বপ্ন দেখাচ্ছে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শরিফুল ইসলামের মা সূর্য বানু বেগম জানান, দেড় মাস আগে শরিফুল ইসলামের সঙ্গে ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফারজানা শরিফুলকে পছন্দ করতেন না। অথচ শরিফুল তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতেন। সোমবার (৯ জানুয়ারি) ফারজানা তার বাবার বাড়ি চলে যান। স্ত্রীকে ফেরাতে শরিফুলও সেখানে ছুটে যান। সেখানে গিয়েই নিখোঁজ হন শরিফুল।

আরও পড়ুন: বেলকুচি উপজেলা চত্বর যেন একটা মিনি পার্ক

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে শরিফুল তার শ্বশুরবাড়ি চর বেতকান্দি গ্রামে বেড়াতে যান। এদিন শরিফুলের সঙ্গে তার স্ত্রী ফারজানার মনোমালিন্য হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।

শরিফুল ইসলামের শ্বশুর ফখরুল ইসলাম জাগো নিউজকে জানান, নিখোঁজের চারদিন পর বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে শরিফুলের রক্তমাখা জামা-কাপড় খুঁজে পান স্থানীয়রা। আজ সকালে করতোয়া নদীতে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন: প্রেমিক বিয়ে না করলে এক ফোটা পানিও খাবে না প্রেমিকা

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের পর এর সঠিক কারণ জানা যাবে।

এম এ মালেক/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।