ভোলায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় ২ ভাই নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

ভোলায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সোহেল (২৫) ও মো. শাওন (২০)। তারা দুই ভাই। তারা বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলামবাদ ইউনিয়নের আব্দুল করিম মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোহেল ও শাওন। পরে পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার সংলগ্ন এলাকায় আসলে একটি ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তারা দুই ভাই নিহত হন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ঘটনার পর থেকে ট্রলিচালক পলাতক রয়েছেন।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।