সরিষাক্ষেতে মিললো যুবকের গলাকাটা মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:১২ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

যশোরের অভয়নগরে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩২) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ভৈরব সেতু সংলগ্ন শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামে সাহারা গ্রুপের সরিষাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি মেম্বার আবদুল্লাহ আল মামুন জানান, সাহারা গ্রুপের সরিষাক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

মিলন রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।