মিথ্যা-যড়যন্ত্র বিএনপির প্রধান হাতিয়ার: রেলমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি-জামাতের কঠোরত্ব দেখে, উন্নয়ন দেখে না। মিথ্যা ও যড়যন্ত্র তাদের প্রধান হাতিয়ার। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: কালোবাজারিদের থেকে টিকিট না কিনে ধরিয়ে দিন: রেলমন্ত্রী 

রেলমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ছিল মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো। সে স্বপ্ন বঙ্গবন্ধু বাস্তবায়ন করে যেতে পারেননি। ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। সোনার বাংলা দেখার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। সে স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

jagonews24

মন্ত্রী বলেন, আন্দোলনের নামে মানুষকে জ্বালিয়ে দেওয়া, বাস-ট্রাক জ্বালিয়ে দেওয়া, অবরোধ করে মানুষকে আটকে রাখা। হাজার হাজার গাছ কেটে ফেলা, বিদ্যুৎকেন্দ্র নষ্ট করে তাদের কাজ।

আরও পড়ুন: অনলাইন টিকিটে ফাঁকফোকর পেলে ব্যবস্থা: রেলমন্ত্রী 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।