ব্রাহ্মণবাড়িয়া
ছুরিকাঘাতে আহত এসআই র্যাবের হেলিকপ্টারে ঢাকায়
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে আতিক উল্লাহ (৪৫) নামের পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম থেকে র্যাবের হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) জয়নাল আবেদীন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আহত অবস্থায় এসআই আতিক উল্লাহকে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা ঢাকায় রেফার করেন। রাতে স্টেডিয়াম থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করে। আমি সঙ্গেই আছি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।’
আরও পড়ুন: বাবা-মাকে পুড়িয়ে মারার চেষ্টা, বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে এসআই আহত-
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বজলু মিয়ার ছেলে সাইদুল ইসলাম একজন মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। মাদকের টাকার জন্য প্রায়ই মা-বাবাকে চাপ দিতেন। রোববার দুপুরের পর থেকে তিনি আবারও টাকার জন্য চাপ দিতে থাকেন। বাবা-মা টাকা না দেওয়ায় এলাকায় ছুরি নিয়ে ঘোরাফেরা করতে থাকেন। এরপর বিকেলে বাবা-মাকে ঘরে আটকে রেখে আগুনে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন।

৯৯৯ নম্বরে কল পেয়ে সদর মডেল থানার এসআই আতিক উল্লাহর নেতৃত্বে পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা বিহাইর গ্রামে সাইদুলের বাড়িতে যান। এসময় সাইদুল পুলিশ দেখে ছুরি নিয়ে এসআই আতিক উল্লাহর ওপর হামলা করেন। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পুলিশ সাইদুলকে আটক করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বলেন, বেহাইর গ্রামের এক যুবক তার বাবা-মাকে ঘরে আটকে আগুনে পুড়িয়ে মারা চেষ্টা করছিলেন বলে ৯৯৯-এ কল আসে। এ অবস্থায় পুলিশ ঘটনাস্থলে যায়। ওই যুবককে ধরতে গেলে তিনি এসআই আতিক উল্লাহকে ছুরিকাঘাত করেন।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস