নোয়াখালীতে ৩০ দোকান গুঁড়িয়ে দিলো গণপূর্ত বিভাগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:০১ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩

নোয়াখালীতে ৩০টি অবৈধ দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে গণপূর্ত বিভাগ। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে মাইজদী হাউজিং ফ্ল্যাট রোডে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন গণপূর্ত অধিদপ্তর নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ বিন আন্দালিব।

তিনি জাগো নিউজকে বলেন, ‘শহরের মধ্যে গণপূর্ত বিভাগের বহু জায়গা বেদখল হয়ে গেছে। সরকারের এসব মূল্যবান সম্পদ উদ্ধারে দখলদারদের বারবার নোটিশ দিয়েও কোনো কাজ হয়নি। তাই আজ নিজেরাই ভেকু (স্কেভেটর) মেশিন দিয়ে ৩০টির মতো স্থাপনা ভেঙে দিয়েছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Noa-(2).jpg

আরও পড়ুন: টিউবওয়েলে অনবরত উঠছে পানি, জ্বলছে আগুন

অভিযানের সময় অনেক দোকানদার তাদের মালপত্র সরিয়ে নিতে পারেননি। অনেকে জমির মালিকানা রয়েছে দাবি করে কাগজ নিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। স্থানীয়দের দাবি, বড় বড় রাঘববোয়ারের স্থাপনায় না গিয়ে ছোট স্থাপনা উচ্ছেদ করে নিজেদের দায় সারছে গণপূর্ত বিভাগ।

এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ, গণপূর্ত বিভাগ নোয়াখালীর উপ-বিভাগীয় প্রকৌশলী এমদাদুল হক মিয়া, সহকারী প্রকৌশলী (সিভিল) জাহিদ হাসানসহ সুধারাম মডেল থানার অর্ধশতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।