গাঁজাসহ রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩

ফেনীতে চার কেজি গাঁজাসহ মো. আইয়ুব (২০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৬ জানুয়ারি) দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। আইয়ুব মিয়ানমারের বুড়িচং জেলার মংডু এলাকার বাসিন্দা। বর্তমানে রোহিঙ্গা শরণার্থী হিসেবে কক্সবাজার জেলার টেকনাফ মুছুনী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন।

আরও পড়ুন: সাগরপথে মালয়েশিয়া নিতে জড়ো করা ২৬ রোহিঙ্গা উদ্ধার

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত ১টার দিকে মহাসড়কের ফেনীর বিসিক রাস্তার মোড়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায় পুলিশ। এ সময় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে ওঠার সময় আইয়ুবের সঙ্গে থাকা ব্যাগ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান জাগো নিউজকে বলেন, রোহিঙ্গা শরণার্থীর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।