আবাসিক এলাকায় কাঠ পুড়িয়ে কেমিক্যাল তৈরি, ২ মালিকের জেল-জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩
কেমিক্যাল কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত

ঝিনাইদহ পৌর শহরে কাঠ পুড়িয়ে কেমিক্যাল তৈরি, নকল পণ্য উৎপাদন, নকল মোড়ক ব্যবহারসহ নানা অভিযোগে দুই ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী। এ সময় আরও উপস্থিত ছিলেন র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন, স্কোয়াড কমান্ডার ফ্লাইট লে. মো. রাসেল।

আরও পড়ুন: সুন্নতে খাতনার দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ, আহত ৮

jagonews24

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী বলেন, দীর্ঘদিন ধরে পৌর শহরের পবহাটি এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কাঠ পুড়িয়ে কেমিক্যাল ও নকল গ্রিজ তৈরি এবং পণ্যের নকল মোড়ক ব্যবহার করা হচ্ছিল। এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তিন কারখানায় তথ্যের সত্যতা পাওয়া যায়। সঙ্গে কারখানাগুলোতে কর্মীদের কোনো সুরক্ষা ব্যবস্থাও ছিল না। পাশাপাশি আবাসিক এলাকায় এই কারখানার বিষাক্ত গ্যাসে মানুষের স্বাস্থ্যও ছিল হুমকির মুখে।

আরও পড়ুন: অকৃতকার্য প্রতিবন্ধী জুলিয়ার খাতা পুনর্মূল্যায়ন পেলো জিপিএ-৫

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন ও স্কোয়াড কমান্ডার ফ্লাইট লে. মো. রাসেল বলেন, ইমপ্রেস কেমিক্যাল কোম্পানির মালিক জাকির হোসেনকে দুটি মামলায় দেড় লাখ এবং আলবাট্রস কেয়ার কোম্পানির মালিক বিল্লাল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় বিল্লাল হোসেনকে দুমাসের কারাদণ্ড দেওয়া হয়।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।