রাস্তার পাশে মিললো যুবকের মরদেহ, নাক-মুখে জমাটবাঁধা রক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

গাজীপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাক ও মুখে রক্ত জমাটবাঁধা ছিল।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে মহানগরীর কোনাবাড়ি থানাধীন দেউলিয়াবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রাস্তার পাশে পড়েছিল অটোরিকশাচালকের মরদেহ

পুলিশ জানায়, ভোরে ওই যুবককে রাস্তার পাশে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় জানা যায়নি। পরনে সাদা চেক সার্ট, সোয়েটার ও জিন্সের প্যান্ট ছিল। পায়ে মুজা এবং হাঁটুর সঙ্গে লুঙ্গি পেঁচানো ছিল।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবককে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে রাস্তার পাশে ফেলে যায়। অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। তারা এসে প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করবেন। পরিচয় পাওয়া গেলে আরও বিস্তারিত পাওয়া যাবে।

আরও পড়ুন: কুমেকে ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট

ওসি আরও বলেন, মরদেহটি রাস্তার পাশে উপুড় হয়ে পড়েছিল। তার নাক ও মুখ থেকে রক্ত পড়ে জমাট বেঁধে আছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমিনুল ইসলাম/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।