বান্দরবানে বিভাগীয় কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২০ জানুয়ারি ২০২৩

শেখ কামাল দ্বিতীয় যুব গেমস ২০২৩ এর চট্টগ্রাম বিভাগীয় কারাতে প্রতিযোগিতা বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় বান্দরবান হিলভিউ কনভার্সেশন হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজনে ছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। ব্যবস্থাপনায় ছিল বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা্

এতে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (এনডিসি) ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ড. আমিনুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন প্রধান সমন্বয়ক বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ওস্তাদ ক্য শৈ হ্লা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজ উদ্দিন মো. আলমগীর, বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি শাহজাদা আলম, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি ইকবাল হোসেন প্রমূখ।

প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ আটটি জেলা থেকে মোট ১৬টি ইভেন্টে ১৬৪জন খেলোয়াড় অংশ নেন।

দিনব্যাপী এ কারাতে প্রতিযোগিতা শেষে প্রতি ইভেন্টে বিজয়ীদের প্রাইজমানি দিয়ে পুরস্কৃত করা হয় বলে জানান আয়োজক কমিটির সদস্যরা।

নয়ন চক্রবর্তী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।