লক্ষ্মীপুরে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা শুরু
লক্ষ্মীপুরে প্রথমবারের মতো মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা আউটার স্টেডিয়াম মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। লক্ষ্মীপুর বিসিকের উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রসাধনসামগ্রী, খেলনা, খাবার দোকান ও জামা-কাপড়সহ বিভিন্ন পণ্যের স্টল বসেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর-এ-আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোছাইন আকন্দ।
এতে বিশেষ অতিথর বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মংনেথোয়াই মারমা, জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি সেলিনা মাহফুজ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, লক্ষ্মীপুর বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক মাকছুদুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম আর মাসুদ, লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল আলম ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রথমবারের মতো ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। মেলায় জুয়াসহ কোনো ধরনের নেতিবাচক ঘটনা ঘটানো যাবে না। এ মেলার মাধ্যমে স্থানীয় বহু মানুষের কর্মসংস্থান হবে। ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি এবং বৃহৎ শিল্পের দিকে যাত্রা করবেন উদ্যোক্তারা। এতে গ্রামীণ দারিদ্র্য বিমোচন হবে।
কাজল কায়েস/এমকেআর