মাদারীপুরে শুরু হয়েছে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২১ জানুয়ারি ২০২৩

মাদারীপুরে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট। দুই দিনের এই প্রতিযোগিতায় দেশি-বিদেশি ৮৪ জন দাবারু অংশ নিয়েছেন। শনিবার (২১ জানুয়ারি) সকালে শুরু হওয়া বুদ্ধিমত্তার এই খেলা দেখতে ভিড় করেন দাবাপ্রেমিকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারিবদ্ধভাবে দলে দলে দাবা খেলায় অংশ নিয়েছেন ক্ষুদে খেলোয়াড়রাও। রয়েছেন দেশি-বিদেশি দাবারু। তাদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেন বিচারক, জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী, জনপ্রতিনিধিসহ ৮৪ জন খেলোয়াড়।

মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনে দুই দিনব্যাপী শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট। শনিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

জেলা প্রশাসনের এই আয়োজনে অংশ নিচ্ছে বিভিন্ন স্কুলের ক্ষুদে দাবারুরাও। অংশ নিতে পেরে খুশি দাবারুদের পাশাপাশি দর্শকরাও।

আয়োজক কমিটি জানায়, মাদারীপুর জেলার পরিচিতি বাড়ানোর পাশাপাশি বিশ্বব্যাপী এই খেলা ছড়িয়ে দিতে জেলা প্রশাসন থেকে নেওয়া হয়েছে এই উদ্যোগ। সকাল থেকে রাত পর্যন্ত ৯ রাউন্ডে চলবে এই প্রতিযোগিতা। অংশ নেওয়া খেলোয়াড়দের জন্য প্রশাসনের পক্ষ থেকে রয়েছে থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা।

ভারতীয় দাবারু সুমাইয়া কুন্ডু বলেন, বাংলাদেশে এই দাবা প্রতিযোগিতায় এসে খুবই ভালো লাগছে। জ্ঞান বাড়াতেই মূলত এই খেলায় অংশ নিয়েছি। আগেই খবর পেয়েছিলাম, সেভাবেই প্রস্তুতি নিয়ে এসেছি বাংলাদেশে।

এই টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী ইকবাল হোসেন বাবু বলেন, দাবা প্রতিযোগিতায় অংশ নিয়ে যুব সমাজ বিপথগামী হওয়া থেকে রক্ষা পাবে। এই খেলায় শুধু দেশের দাবারুরাই নন, বিদেশিরাও অংশ নিয়েছেন। ব্যাপক আয়োজনে এই খেলা উপভোগ করছেন দর্শকরাও।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, মাদারীপুরে শুরু হয়েছে ১২ দিন ব্যাপী ‘মাদারীপুর উৎসব’। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টও শুরু হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।