বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২২ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

বিশ্ব ইজতেমায় মাসুদুর রহমান (৫৮) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। রোববার (২২ জানুয়ারি) দুপুরে আখেরি মোনাজাতের পর তার মৃত্যু হয়।

মৃত মাসুদুর রহমান জামালপুরের বকশিগঞ্জ থানা এলাকার রাজা মিয়ার ছেলে।

টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা স্বাস্থ্য পরিদর্শক মো. হামিদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় মুসল্লির মৃত্যু

তিনি বলেন, মাসুদুর রহমান দুপুর দেড়টার দিকে ইজতেমা মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে মোট সাত মুসল্লির মৃত্যু হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।