ছাত্রলীগের হামলায় আওয়ামী লীগ নেতা হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৩২ এএম, ২৩ জানুয়ারি ২০২৩
আহত আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ভিপি ফরিদ উদ্দিন (৪৮) আহত হয়েছেন।

রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় পাকুন্দিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: আ.লীগ নেতাদের ওপর হামলা করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার 

ভিপি ফরিদ উদ্দিন অভিযোগ করেন, সন্ধ্যায় ছোট ভাই উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক একরাম হোসেন টিপুসহ পাকুন্দিয়া বাজারে আসি। এ সময় ছাত্রলীগের পদবঞ্চিত নেতা বিল্লাল হোসেন পাপ্পু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমিন মিয়া, সাবেক আহ্বায়ক একলাস উদ্দিন, ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্নাসহ ২০-২৫ জন তাদের ওপর হামলা করে।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন জাগো নিউজকে জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।

এর আগে ২০২২ সালের ৫ অক্টোবর ১৯ সদস্য বিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে জেলা কমিটি। ওই কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে ৬ অক্টোবর রাতে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন ওই কমিটির সহ-সভাপতি ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ। এরপর থেকে কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল, মশাল মিছিল, সড়ক অবরোধসহ লাগাতার কর্মসূচি পালন করে পদবঞ্চিত নেতাকর্মীরা।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।