রেললাইনে বসে থাকার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩

লালমনিরহাটের পাটগ্রামের মসজিদের পাড় এলাকায় রেললাইনের উপর বসে থাকার সময় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত (৪০) ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে রেললাইনে বসে থাকা অবস্থায় অজান্তেই বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে শরীর কয়েক খণ্ড হয়ে যায় ওই ব্যক্তির।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুট্টাক্ষেতে কাজ করার সময় শুনলাম ট্রেন কয়েকবার হুইসেল দেয়। ওই সময় রেললাইনে বসে ছিলেন ওই ব্যক্তি। আমরা অনেক ডাকাডাকি করলেও তিনি আমাদের ডাক শুনতে পাননি। পরে দেখি তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

বুড়িমারী রেলস্টেশন মাস্টার নুর আলম বলেন, ট্রেন যাত্রীদের মাধ্যমে জানতে পারলাম যে একজন অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, এক অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। এ বিষয়ে আমরা রেলওয়ে পুলিশকে অবগত করছি। ওই অজ্ঞত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।

রবিউল হাসান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।