নিখোঁজের একদিন পর নদী থেকে লাশ উদ্ধার


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের একদিন পর হালদা নদী থেকে মোহাম্মদ সামশুল আলম (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নদীতে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন লাশটি উদ্ধার করেন।
নিহত সামশুল আলম উপজেলার পশ্চিম সুন্দরপুরের আব্দুল জলিলের ছেলে।

সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেলে হালদা নদী পার হয়ে তিনি ভূজপুর বৈদ্যেরহাট গিয়েছিলেন। রাতে হাট থেকে ফেরার সময় স্ত্রীকে ফোন করে বলেছিলেন, নদীতে সাতাঁর কেটে আসতে হবে তাই যেন কাপড় নিয়ে নদীর পাড়ে তিনি অপেক্ষা করেন।

পরিবারের লোকজন সারা রাত অপেক্ষা করলেও তিনি আসেননি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মফিজ উদ্দিন বলেন, লাশ উদ্ধারের খবর আমরা এখনো পাইনি। খবর পেলে পুলিশ ঘটনাস্থলে যাবে।

জীবন মুছা/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।