মহাবিপন্ন ‘বাঘাইড়’ বিক্রি করায় জেলেকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩

কুড়িগ্রামের চিলমারীতে মহাবিপন্ন বাঘাইড় মাছ বিক্রির সময় সাজু মিয়া (২৫) নামের এক জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে মাছটি স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে চিলমারীর পাম্পের মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলে সাজু মিয়া ৩২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরে বাজারে বিক্রি করছিলেন। সংবাদ পেয়ে চিলমারী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। পরে জেলে সাজু মিয়াকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এ মাছ ধরা থেকে বিরত থাকা ও সচেতন করে ছেড়ে দেওয়া হয়। মাছটি স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান।

ওসি আতিকুর রহমান বলেন, বাঘাইড় মাছ ধরা নিষেধ—এ বার্তা মানুষের কাছে পৌঁছানোর জন্য আজকের এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বাঘাইড় মাছ বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ২ নম্বর তফসিল অনুযায়ী একটি সংরক্ষিত বন্যপ্রাণী।

এ আইন অনুযায়ী বাঘাইড় মাছ শিকার, কেনাবেচা, পরিবহন কিংবা দখলে রাখা শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি ১ বছর কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ড হতে পারে।

 

ফজলুল করিম ফারাজী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।