অভাবে সন্তান বিক্রি, ফিরিয়ে দিলো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩

৩০ হাজার টাকায় বিক্রি হওয়া এক শিশুকে ফিরিয়ে দিলো পুলিশ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকার দোহার থেকে উদ্ধারের পর গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত ওই শিশুকে তার মা-বাবার কোলে তুলে দেন। এসময় সন্তানকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা।

গাজীপুর মহানগরের উপ-পুলিশ কমিশনার মাহবুব উজ জামান বলেন, দোহার থেকে শিশুটি কিনে নেওয়া নিঃসন্তান দম্পতির বাসা থেকে উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার শিশুর বাবা-মা অভাবের কারণে শিশু হোসেনকে মাত্র ৩০ হাজার টাকায় বিক্রি করেন। এরপর থেকে সন্তান হারিয়ে মুষড়ে পড়েন তারা। বিষয়টি প্রতিবেশীরা ৯৯৯ নম্বরে জানালে পুলিশ শিশুটি উদ্ধারে তৎপর হয়। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে শিশুটি উদ্ধার করা হয়। এছাড়া শিশুর বাবার জন্য চাকরির ব্যবস্থা করা হয়েছে।

jagonews24

আরও পড়ুন: গাইবান্ধায় অভাবে সন্তান বিক্রি করে দিচ্ছেন বাবা-মা 

শিশুর হনুফা জানান, চিকিৎসা খরচ ও ঋণের টাকা জোগাতে ৪৭ দিন বয়সী শিশু হোসেনকে দোহারের নিঃসন্তান এক দম্পতি কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করি। এরপর সারারাত ঘুমাতে পারিনি। বুকের মানিককে নেওয়ার জন্য তারা এক লাখ টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু আমার ঋণ ৩০ হাজার টাকা হওয়ায় আমি ও আমার স্বামী ৩০ হাজার টাকায় বিক্রির সিদ্ধান্ত নেই।

এদিকে শিশুর বাবা-মায়ের অভাব দূর করতে এগিয়ে এসেছেন বিত্তবানরা। তার বাবাকে এরই মধ্যে ১৫ হাজার টাকা বেতনের চাকরি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হক গ্রুপের সহকারী ব্যবস্থাপক হযরত আলী এহসান।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।