বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

মেয়ের বাবা থেকে মুচলেকা নেওয়া হচ্ছে
ফরিদপুরে সদর উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলেন নবম শ্রেণির ছাত্রী মুসলিমা আক্তার সুমি (১৪)। এসময় বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন বাবা।
শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার আকুনের চরপাড়া গ্রামে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী।
আরও পড়ুন: বাল্যবিয়ে রোধে প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ
ইউএনও জাগো নিউজকে বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে তাৎক্ষণিক ওই ছাত্রীর বাড়ি গিয়ে বিয়ে বন্ধ করা হয়, এবং মেয়ের বাবাকে আটক করা হয়। এসময় ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে তার বাবার লিখিত মুচলেকা নেওয়া হয়।
এন কে বি নয়ন/জেডএইচ/