প্রধানমন্ত্রী জনসভা

রাজশাহীতে আওয়ামী লীগের কেন্দ্রীর নেতারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে একদিন আগেই পৌঁছেছেন আওয়ামী লীগের কেন্দ্রীর নেতারা। শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজশাহী পৌঁছেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ হেভিওয়েট নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার (২৯ জানুয়ারি) রাজশাহীতে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর জনসভা। সেই জনসভায় উপস্থিত হতে এরই মধ্যে দলটির হেভিওয়েট নেতারা এখন রাজশাহীতে। শনিবার দলটির যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ সংগঠনের শীর্ষ নেতারা রাজশাহী পৌঁছেছেন।

রাজশাহীতে আওয়ামী লীগের কেন্দ্রীর নেতারা

রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে ১৫-২০ জন কেন্দ্রীয় নেতা এরই মধ্যে রাজশাহীতে পৌঁছেছেন। তারা বর্তমানে রাজশাহী পর্যটন মোটেলে অবস্থান করছেন। এছাড়া বিভিন্ন আসনের এমপিসহ অন্য নেতারাও রাজশাহীতে পৌঁছেছেন। সেইসঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীর সভাপতি, সাধারণ সম্পাদকও চলে এসেছেন।

তিনি বলেন, রোববার সকাল সাড়ে ৯টার মধ্যেই আমরা জনসভা শুরু করবো। স্থানীয় নেতারা তখন বক্তব্য দেবেন। বেলা ১১টার দিকে কেন্দ্রীয় নেতারা মঞ্চে উঠবেন।

সাখাওয়াত হোসেন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।