দেশীয় সংস্কৃতির সঙ্গে তরুণ প্রজন্মকে পরিচয় করাতে পিঠা উৎসব
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব হয়েছে। দেশীয় সংস্কৃতি ও শীতের ঐতিহ্যের সঙ্গে তরুণ প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে শনিবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়।
এতে নানা স্বাদের বাহারি নকশার পিঠাপুলির পসরা সাজায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২৫টি স্টলে শতাধিক রকমের পিঠার দেখা মিলেছে।

পিঠা উৎসবের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহিম।
আয়োজকরা জানিয়েছে, নকশী, ভাপা, লসকরা, সপ, রসপুলি, বিস্কুট, সুতির রসভরা, মুগপুলি, পাটিসাপটাসহ শতাধিক বাহারি নকশার পিঠার পসরা বসানো হয়। মুখরোচক এসব পিঠা খেতে দূর-দূরান্ত থেকে লোকজন স্কুল মাঠে এসে জড়ো হন।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রোকসানা আয়েশা জানায়, অভিভাবকরা বাড়ি থেকে বিভিন্ন পদের পিঠা তৈরি করে দিয়েছেন। তাদের স্টলে ২০ পদের বেশি পিঠা রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, দেশীয় সংস্কৃতি ও শীতের ঐতিহ্যের সঙ্গে তরুণ প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। এতে বাজারে বিদ্যমান কেমিক্যালযুক্ত কেক, বিস্কুট এবং অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী থেকে বিরত থেকে মানুষ নিজেদের তৈরি করা নানা পিঠাতে আগ্রহী হবে।
কাজল কায়েস/এমআরআর/জেআইএম