নওগাঁ প্রেস ক্লাবের সভাপতি কায়েস, সম্পাদক ছোটন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১০:০৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩
কায়েস উদ্দীন ও শফিক ছোটন

নওগাঁ জেলা প্রেস ক্লাব নির্বাচনে মো. কায়েস উদ্দীন (চ্যানেল আই) সভাপতি ও শফিক ছোটন (যমুনা টিভি) সাধারণ সম্পাদকসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান রিটার্নিং কর্মকর্তা নওগাঁ একুশে পরিষদ সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারী এ ফলাফল ঘোষণা করেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে মীর মোশাররফ হোসেন জুয়েল (দৈনিক খবরপত্র) ও আবু বক্কর সিদ্দিক (মাই টিভি ও ভোরের কাগজ), যুগ্ম সম্পাদক পদে খন্দকার আব্দুর রউফ পাভেল (জিটিভি) ও একে সাজু (ডিবিসি নিউজ), অর্থ-সম্পাদক পদে হারুন অর রশিদ চৌধুরী (চ্যানেল টোয়েন্টিফোর), দপ্তর সম্পাদক আব্দুর রউফ রিপন (দিপ্ত টিভি) ও প্রচার সম্পাদক পদে লোকমান আলী (এশিয়ান টিভি) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য পদে মো. নবীর উদ্দিন (দৈনিক করতোয়া), আসাদুর রহমান জয় (এনটিভি ও দৈনিক আমাদের সময়), এম আর ইসলাম রতন (একুশে টিভি), নাছিমুল হক বুলবুল (দৈনিক বর্তমান), ওমর ফারুক (প্রথম আলো) ও সাজেদুর রহমান সাজু (বিটিভি) নির্বাচিত হয়েছেন।

নওগাঁ জেলা প্রেস ক্লাবের মোট ভোটার সংখ্যা ৪১ জন। নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে প্যারিমোহন লাইব্রেরি সভাপতি কাজী জিয়াউল রহমান বাবলু ও প্রবীণ সাংবাদিক মাসুদুর রহমান রতন দায়িত্ব পালন করেন।

এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।