সরকারি বরাদ্দের ভাগ না দেওয়ায় ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:০০ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩
অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রঞ্জু

বগুড়ার শাজাহানপুরে সরকারি বরাদ্দের ভাগ না দেওয়ায় ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুর (৩৬) বিরুদ্ধে।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে আমরুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান জানান, অসহায়-দরিদ্রদের জন্য সরকারি বরাদ্দ ৩০ কেজি চালের ভিজিডি কর্মসূচির কার্ডে উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে স্বাক্ষর করার জন্য রোববার বেলা সাড়ে ১১টার দিকে পরিষদে যাই। চত্বরে পৌঁছা মাত্র উপজেলা ছাত্রলীগের সভাপতি ও আমরুল ইউনিয়নের বিঞ্চপুর গ্রামের মোখলেছার রহমানের ছেলে রাকিবুল ইসলাম রঞ্জু অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। ইউনিয়ন পরিষদের সরকারি সব বরাদ্দসহ যাবতীয় কর্মকাণ্ড তার কথামত করতে হবে। তা না হলে ইউনিয়ন পরিষদের যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।

আরও পড়ুন: আইন-শৃঙ্খলা সভায় চেয়ারম্যান লাঞ্ছিত 

তিনি আরও বলেন, প্রতি বছর ইউনিয়ন পরিষদে সরকারের সব বরাদ্দের একটি অংশ স্থানীয় আওয়ামী লীগকে দেওয়া হয়। তারপরও ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রঞ্জু ব্যক্তিগতভাবে সব বরাদ্দের অর্ধেক দাবি করে আসছে। এতে রাজী না হওয়ায় আগেও দলবল নিয়ে ইউনিয়ন পরিষদের এসে হুমকি দেন। এখন এসে গায়ে হাত তোলা শুরু করেছে। প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু জানান, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান সরকারের সব উন্নয়ন বরাদ্দসহ যাবতীয় বিষয়ে অনিয়ম-দুর্নীতি করে যাচ্ছেন। এ বিষয়ে প্রতিবাদ করা যদি অপরাধ হয় তাহলে কিছু বলার নাই। তাকে লাঞ্ছিত করা হয়নি। কোনো হুমকিও দেওয়া হয়নি।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।