ফরিদপুরে বিএনপির তিন উপজেলাসহ ৫ কমিটি স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ৩০ জানুয়ারি ২০২৩

ফরিদপুরের বিএনপির ভাঙ্গা পৌরসভা, সদরপুর উপজেলা ও পৌর এবং আলফাডাঙ্গা উপজেলা ও পৌর কমিটি স্থগিত করা হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি জেলার আলফাডাঙ্গা উপজেলা ও পৌর, সদরপুর উপজেলা ও পৌর এবং ভাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এসব কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, অভিযোগের বিষয়ে সাতদিনের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর কেন্দ্রীয় দপ্তরে আপনাদের লিখিত ব্যাখ্যা প্রদান করবেন। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত গঠিত কমিটি সমূহ স্থগিত থাকবে।

আরও পড়ুন: বিএনপির ৫ নেতার দণ্ড স্থগিতের বিষয়ে আদেশ আজ 

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, এরআগে গত ২৭ জানুয়ারি বৃহস্পতিবার জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে এসব কমিটি গঠনের তথ্য জানানো হয়। এরমধ্যে সদরপুর উপজেলার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এছাড়া অন্যান্য কমিটিগুলোতে শুধুমাত্র আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব পদে মনোনীতদের নামোল্লেখ করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

jagonews24

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন কমিটি স্থগিতের জন্য কেন্দ্রীয় দপ্তর সম্পাদক স্বাক্ষরিত চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। অভিযোগের সত্যতা নেই দাবি করে তিনি বলেন, এসব উপজেলা ও পৌরসভার গত সাত থেকে আট বছর ধরে নতুন কমিটি গঠন করা হয়নি। এজন্য সাংগঠনিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে। দলকে গতিশীল করার জন্য নতুন এসব কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: খুলনায় থানা কমিটিকে কেন্দ্র করে বিএনপিতে উত্তেজনা

তিনি আরও বলেন, এসব কমিটি গঠনে কোনো অনিয়ম হয়নি। সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এসব কমিটি করা হয়েছে। কমিটিতে তৃণমূলের নেতাকর্মীদের মতামতের প্রতিফলন ঘটেছে।

এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা বলেন, এটিকে দলের আভ্যন্তরীণ ব্যাপার হিসেবে উল্লেখ করে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।