ধলেশ্বরীতে মিললো হাত-পা বিহীন মরদেহ

মুন্সিগঞ্জের সদরে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় এক হাত-পা বিহীন অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হাটলক্ষ্মীগঞ্জ সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ। এখনো মরদেহটির পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী জানায়, শরীরের বিভিন্ন অঙ্গবিহীন মরদেহটি সকলের নদীপাড়ে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে আদালত প্রাঙ্গণে ছাত্রদলের দুই গ্রুপে মারামারি
মুক্তারপুর নৌ-পুলিশের পরিদর্শক আবদুস সোবহান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অর্ধগলিত মরদেহটির ডান হাত ও বাম পা নেই। এখনো মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ৬-৭ দিন আগে তার মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্তে চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরাফাত রায়হান সাকিব/জেএস/জেআইএম