ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি মোয়াজ্জেম, সম্পাদক কালাম
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল কালাম।
সোমবার (৩০ জানুয়ারি) সকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট নুরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে রোববার (২৯ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে অনিয়মিত ২০ আইনজীবীর ভোটাধিকার স্থগিত
জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের সংগঠন হিসেবে পরিচিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীরা ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিজয় লাভ করেছেন।
মঞ্জুরুল ইসলাম/জেএস/জেআইএম