মানিকগঞ্জের বর্ষীয়ান বাম নেতা আজাহারুল ইসলাম মারা গেছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩
বীরমুক্তিযোদ্ধা কমরেড আজাহারুল ইসলাম

মানিকগঞ্জের বর্ষীয়ান বাম রাজনৈতিক নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড আজাহারুল ইসলাম (৭০) মারা গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন।

রোববার (৩০ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।

তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নদী ও খাল রক্ষা আন্দোলন, কৃষকের অধিকার, ঢাকা-পাটুরিয়া রুটে রেললাইন বাস্তবায়নসহ মানিকগঞ্জের গণমানুষের নানা দাবি আদায়ে সামনের সারিতে থাকতেন আজাহারুল ইসলাম। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।

পারিবারিক এবং দলীয় সূত্রে জানা গেছে, আজাহারুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং বুলগেরিয়া থেকে সমাজবিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবনের শুরুটা শিক্ষকতা দিয়ে। মানিকগঞ্জ সদরের খাবাশপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মানিকগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

আজাহাজারুল ইসলাম ছাত্রজীবন থেকেই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা শাখা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি এবং কেন্দ্রীয় সংসদের সদস্যের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া দীর্ঘদিন ধরে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্যেরও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনে রাশিয়া, বুলগেরিয়া, অস্ট্রেলিয়া এবং ভারতের বিভিন্ন রাজ্যে একাধিকবার সফর করেছেন।

আজাহাজারুল ইসলাম জেলা সদরে মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এছাড়া আরও বেশকয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেতে তার বিশেষ ভূমিকা রয়েছে। উদীচী, খেলাঘর আসর এবং প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ছিলেন। ১৯৯১ সালে মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর- সাটুরিয়া) কাস্তে প্রতীকে তিনি জাতীয় সংসদ নির্বাচন করেন। এছাড়া মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদেও নির্বাচন করেছেন।

আজাহাজারুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিপিবির জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার। তিনি বলেন, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে মুক্তিকামী মানুষের জন্য আজীবন লড়াই করে গেছেন। গণমানুষের অধিকার, পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধূলাসহ সমাজের অসংগতি নিয়ে তিনি জীবনভর আন্দোলন-সংগ্রাম করেছেন। তিনি শোষণমুক্ত সমাজ গড়তে বামধারার নীতি-আদর্শের রাজনীতির ডাক দিয়ে গেছেন। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।

সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান জানান, সোমবার দুপুর ১টার দিকে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে নেওয়া হয়। সেখানে জোহরের নামাজের পর তার প্রথম জানাজা হয়। এছাড়া গ্রামের বাড়ি জেলা সদরের বাসুদেবপুর গ্রামে আসরের নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের পারিবারিক কবরস্থান তাকে সমাহিত করা হবে।

বি.এম খোরশেদ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।