ডাসারে খাল খননকাজের উদ্বোধন, ব্যয় হবে ৩৬ লাখ টাকা

মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কেডির ভাঙ্গা পর্যন্ত তিন কিলোমিটার খাল খননকাজের উদ্বোধন করা হয়েছে। এতে ব্যয় হবে ৩৬ লাখ টাকা।
কালকিনি উপজেলা কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে সোমবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে খাল খননকাজের উদ্বোধন করা হয়।
কাজের উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কায়েসুর রহমান, জেলা বিএডিসির সহকারী প্রকৌশলী আওয়াল উর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী কাউছার বেপারী প্রমুখ।
কালকিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, এ খালটি নতুনভাবে খনন করা হলে এখানকার কৃষকদের অনেক উপকার হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এমএস