জামালপুরে ৩৩ ট্রেনের টিকিটসহ ৪ কালোবাজারি আটক

জামালপুরের সদর উপজেলায় ৩৩টি ট্রেনের টিকিটসহ চারজন কালোবাজারিকে আটক করেছে র্যাব-১৪।
সোমবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার সাহাপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সাহাপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৩৫), মৃত আজিজুল হকের ছেলে মো. জামাল (৩৬), মৃত ননী মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া (৪৩) এবং আরব আলীর ছেলে মো. লিটন (৪০)।
রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাবের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলস্টেশন সংলগ্ন এলাকার মো. সেলিমের চায়ের দোকানে কালোবাজারিরা অবৈধভাবে টিকিট কেনাবেচা করছেন। এমন খবরের ভিত্তেতে র্যাবের একটি অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে তেত্রিশটি টিকিটসহ চারজনকে আটক করে। উদ্ধারকৃত টিকিটের মূল্য আট হাজার সাতশত আটাত্তর টাকা। এছাড়াও আটকদের কাছ থেকে নগদ টাকা এবং একটি মোবাইল সেট (সিমসহ) উদ্ধার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা আশিক উজ্জামান আরও বলেন, অভিযুক্তদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মো. নাসিম উদ্দিন/জেএস/জিকেএস